প্রকাশিত: Wed, Dec 7, 2022 6:42 PM
আপডেট: Wed, Apr 30, 2025 4:37 AM

প্রথমে ৬২ জন রোহিঙ্গাকে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র, বছরে কয়েকশ’: মন্ত্রী বললেন, লোকদেখানো

কূটনৈতিক প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অল্প সংখ্যক রোহিঙ্গাকে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। প্রতি বছর ৩০০-৮০০ রোহিঙ্গা নেবে। তবে এই সংখ্যা খুবই সামান্য। এ বিষয়ে আমাদের প্রস্তাব হচ্ছে ২০১৬ সালের আগে আসা রোহিঙ্গাদের যেন নেওয়া হয়। পুনর্বাসনের চেয়ে প্রত্যাবাসনকেই জোর দিতে চায় বাংলাদেশ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দায়বদ্ধতার জায়গা থেকে রোহিঙ্গাদের নিচ্ছে। তারা নিজ দেশের মানুষকে দেখিয়ে বলবে, দেখো, আমরা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ দেশে আশ্রয় দিয়েছি। কিন্তু কতসংখ্যক রোহিঙ্গা নিচ্ছে, সেটি তারা বলবে না। মঙ্গলবার নিজ দপ্তরে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলিয়েটা ভ্যালস নোয়েসের সঙ্গে বৈঠক শেষে রাতে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। 

ড. মোমেন বলেন, আমি মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে বললাম, রোহিঙ্গাদের নেওয়ার এই সংখ্যাটা কিছুই না। তখন তিনি বললেন, এটি সত্যি। কিন্তু আমরা শুরু করলাম। সম্পাদনা: সালেহ্ বিপ্লব